Message of the Headmaster

প্রধানশিক্ষকের দুটোকথা

একশ নব্বই বছর পূর্বে ১৮৩৫ সালের ১৫ জুলাই বাংলাদেশ তথা অখন্ড ভারতের প্রথম সরকারি স্কুল হিসেবে ঢাকা কলেজিয়েট স্কুলের আত্ম প্রকাশ ঘটেছিল। সূচনালগ্ন থেকেই দেশ ও বিশ্ববরেণ্য ব্যাক্তি বর্গের বিদ্যাপিঠ হিসেবে বিদ্যালয়টি স্বমহিমায় উজ্জ্বল। বর্তমানে বিদ্যালয়টি একক প্রশাসনাধীন দুটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। প্রভাতি ও দিবা শিফটে একজন প্রধানশিক্ষক, দুজন সহকারী প্রধানশিক্ষক ও ৫০ জন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা কর্মরত আছেন। শিক্ষার্থী সংখ্যা মোট ১৯৫০ জন। বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি রয়েছে বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম যেমন- ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকান্ড, বির্তক ও কুইজ প্রতিযোগিতা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এছাড়াও নানাধরণের সৃজনশীল কর্মকান্ড পরিচালনার জন্য বিদ্যালয়ে রয়েছে ডিবেটিং ক্লাব, এনভাইরনমেন্ট এন্ড নেচার স্ট্যাডি ক্লাব, স্পোর্টস ক্লাব, হিস্টরি এন্ড লিটারেচার ক্লাব, ইংলিস ল্যাংগুয়েজ ক্লাব, সায়েন্স, ম্যাথ এন্ড আইটি ক্লাব ইত্যাদি। অপরদিকে স্কাউটস, বি.এন.সিসি, ও রেডক্রিসেন্টদল বিদ্যালয়ের সকল কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত।

চতুর্থ শিল্প বিপ্লবকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়েছে, এখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম, ডাটাবেস সংরক্ষন ও শিক্ষা ব্যবস্থাপনার সকল কাজ বিদ্যালয়ের সফটওয়ারে করা হয়। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাসংক্রান্ত সকল খবরা-খবর তাৎক্ষণিক পেয়ে থাকেন। ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ সম্পর্কে জানার আগ্রহ অনেকের। তাই বিদ্যালয়ের একটি স্বতন্ত্র ওয়েবসাইট রয়েছে। সেখানে ভিজিট করে স্কুল কার্যক্রমসম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর মাধ্যমে দেশ-বিদেশ থেকেও স্কুলের যাবতীয় তথ্যাবলি জানা সম্ভব।

কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে বিদ্যালয়টি স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের ক্ষেত্রে বিজ্ঞানমনষ্ক নাগরিক গঠনে তথ্যপ্রযুক্তিতে আরো এগিয়ে যাক এই কামনা করি।

MD. HABIB ULLAH KHAN B.C.S (GENERAL EDUCATION)

Headmaster
Dhaka Collegiate School